• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

জিম্বাবুয়ের শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৯
Zimbabwe
ছবি-বিসিবি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদস্য পদ স্থগিত হবার পর প্রথমবারের মতো খেলতে নামছে জিম্বাবুয়ে। আগামী ১৩ সেপ্টম্বর থেকে বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে দলটি। টি-টোয়েন্টি এই সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে জিম্বাবুয়ে।

মূলপর্ব শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের বিপক্ষে মাঠে নেমেছিল হ্যামিল্টন মাসাকাদজার দল। জিম্বাবুয়ে ম্যাচটি জিতে নিয়েছে ৭ উইকেটে।

বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪২ রান তোলে বিসিবি।

কোনও ব্যাটসম্যান তেমন ভালো করতে পারেননি। সাব্বির রহমান ৩১ বলে করেন সর্বোচ্চ ৩০ রান। এছাড়া মুশফিকুর রহিম ২৬, মোহাম্মদ নাঈম শেখ ২৩, সাইফ হাসান ২১ ও আফিফ হোসের করেন ১০ রান।
জিম্বাবুয়ের হয়ে শেন উইলিয়ামস ৩টি উইকেট তুলে নেন। নেভিল মাদজিভা দুটি উইকেট শিকার করেন। কাইল জার্ভিস ও টেন্ডাই চাতারা নেন একটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ব্র্যান্ডন টেইলরের অর্ধশতকে মাত্র ৩ উইকেট হারিয়েই লক্ষে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

টেইলর ৫৭ ও মারুমা ৪৬ রানে অপরাজিত থাকেন। এছাড়া মাসাকাদজা করেন ৩১ রান। বিসিবি একাদশের পক্ষে একাই তিনটটি উইকেটই নেন আফিফ হোসেন।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে

১৪২/৭ (২০ ওভার)

বিসিবি একাদশ

১৪৪/৩ (১৭.২ ওভার)

জিম্বাবুয়ে ৭ উইকেটে জয়ী

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জিম্বাবুয়ে সিরিজ নয়, চেন্নাইয়ের সঙ্গে থাকাটা ফিজের জন্য জরুরি’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা জিম্বাবুয়ের
বাংলাদেশের স্পিন বোলিংয়ে বৈচিত্র্য আনতে চান মুশতাক
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
X
Fresh