• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

এবারের আসরের নাম ‘বঙ্গবন্ধু বিপিএল’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫৮

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করবে। এবারের আসরের নাম ‘বঙ্গবন্ধু বিপিএল’।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি প্রধান বলেন, ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিয়েছি এবারের বিপিএল বিসিবি আয়োজন করবে। এবারের আসরের নাম হবে বঙ্গবন্ধু বিপিএল। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিপিএল উৎসর্গ করা হবে।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : ফুটবলেও আফগানদের কাছে বাংলাদেশের হার
---------------------------------------------------------------------

তিনি বলেন, এবারের বিপিএলে সাতটি দল খেলবে। প্রত্যেকটি দলের নামও একই থাকবে। টুর্নামেন্টের সব খরচ বহন করবে বিসিবি, দায়িত্বও বিসিবির।

তিনি জানান, বিপিএলের প্রত্যেকটি দলের নামও একই থাকবে। ফ্র্যাঞ্চাইজরা বিদেশ থেকে কোচ বা অতিরিক্ত ক্রিকেটার আনতে চাইলে তারা সেটি পারবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
বিপিএলে অংশ নিতে আগ্রহী নোয়াখালীসহ ৪ দল
মিলারের বউয়ের জন্য যে উপহার পাঠালো ফরচুন বরিশাল
X
Fresh