• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৫
গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে বাংলাদেশ
গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা তিন জয়ের সুবাদে সেমিফাইনালে পা দিলো লাল-সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৪২ রানে হারিয়েছে আকবর আলীর দল।

শ্রীলঙ্কার মারাতুয়ার ফার্নান্দো স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৭৩ রান করেছিল বাংলাদেশ। ওপেনার মাহমুদুল হাসান জয় তুলে নেন সেঞ্চুরি। ১২৬ রান করেন তিনি। ১৪০ বলে খেলা তার ইনিংসটিতে রয়েছে ১২টি চার ও দুটি ছক্কার মার।

চার নম্বরে নামা তৌহিদ হৃদয় ৭৫ বলে খেলা করেন ৫০ রান। এছাড়া শামিম হোসেন ২২ ও তানজিদ হাসান করেন ১৭ রান।

স্বাগতিক শ্রীলঙ্কার বোলারদের মধ্যে পেসার দিলশান মাদুশানকা ৩টি উইকেট নেন।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : এশিয়া কাপ আর্চারির কোয়ালিফিকেশনে রোমান সানার রৌপ্য
---------------------------------------------------------------------

ব্যাটিং করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেছেন নয় নম্বরে ব্যাট করা রোহান সঞ্জয়া। ৪৭.৪ ওভারে ২৩১ রানে থামে শ্রীলঙ্কা যুব দলের ইনিংস।

বাংলাদেশের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন রাকিবুল হাসান। ২টি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও আশরাফুল ইসলাম। ম্যাচ সেরা হন মাহমুদুল হাসান জয়।

ম্যাচটি হারলেও গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে শ্রীলঙ্কা।

বৃহস্পতিবার সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। অন্য সেমিফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের সেরা দল ভারত।

এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh