• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নারী হকিতে বিদেশে প্রথম জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিবি অনলাইন

  ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫০
জুনিয়র এশিয়া কাপ হকি, আন্তর্জাতিক জয়, নারী দল, বাংলাদেশ
জয়ের পর কোচ-কর্মকর্তাদের সঙ্গে উৎযাপনে মত্ত নারী হকি দল

জুনিয়র এশিয়া কাপ হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা। এটা নারী হকি দলের প্রথম আন্তর্জাতিক জয়।

সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২১ নারীদের এ টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। এটা ছিল নারী দলের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ।

প্রথম ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের কাছে ০-৩ গোলে হারের ভুলগুলো শুধরে সেংক্যাং স্টেডিয়ামে এ ম্যাচে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। প্রথম কোয়ার্টারে আধিপত্য ধরে রাখলেও গোলের জন্য অপেক্ষা দ্বিতীয় কোয়ার্টার পর্যন্ত। ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে লিড এনে দেন তারিন আক্তার খুশি।

প্রতিপক্ষের গোলমুখে আক্রমণে বাংলাদেশ দল