logo
  • ঢাকা মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০, ১৬ অগ্রহায়ণ ১৪২৭

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৫

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দল

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দল
ছবি- সংগৃহীত
আফগানিস্তানের কাছে টেস্ট হারের ক্ষত শুকায়নি এখনও। সেই হতাশা ভুলতে না ভুলতে শুরু হয়ে যাচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। আফগানিস্তান তো আছেই, গত রোববার রাতে এসে পৌঁছেছে জিম্বাবুয়েও।

১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। তার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে ও বিসিবি একাদশ।

টি-টোয়েন্টি সিরিজের আগে এই ম্যাচটা অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।

আগামীকাল দুপুর ১২টা থেকে শুরু হবে ম্যাচটি। এই ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে আছে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত দলের অনেকেই।

বিসিবি একাদশ: সাইফ হাসান, নাঈম শেখ, সাব্বির হোসাইন, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, আফিফ হোসাইন, আরিফুল হক, সুমন খান, ইয়াসিন আরাফাত মিশু, শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্ল জাকের আলী অনিক ও সাইফউদ্দিন।

এমআর/

RTVPLUS