• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আজ থেকে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৩
আজ থেকে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের
তাজিকিস্তানের রিপাবলিকান সেন্ট্রাল স্টেডিয়ামে অনুশীলনে বাংলাদেশ দল

বিশ্বকাপে খেলার স্বপ্ন কার না থাকে? এই স্বপ্ন বাংলাদেশও দেখে। সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে আজ থেকে মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। কাতার বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা।

তাজিকিস্তানের রিপাবলিকান সেন্ট্রাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। জয় দিয়েই চূড়ান্ত বাছাই পর্বের সূচনা করতে চায় জেমি ডে’র শিষ্যরা।

এর আগে এশিয়া অঞ্চলের প্রাক-বাছাইপর্বের প্রথম লেগে লাওসের বিপক্ষে ১-০ গোলে জয় পায় লাল-সবুজরা। দ্বিতীয় লেগে লাওসের সঙ্গে গোলশূন্য ড্র করলেও দুই লেগ মিলিয়ে ১-০ ব্যবধানে জয় পেয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ।

বাংলাদেশ কোচও আশাবাদী এই ম্যাচে জয় পাওয়ার ব্যপারে।

‘ছেলেরা ভালোভাবে অনুশীলন করেছে। তাদের প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সেও আমি খুশি। তবে ভালো একটি দলের বিপক্ষে খুব কঠিন একটা ম্যাচ হবে। আমরা সামনের দিকে তাকিয়ে আছি।'

নিজেদের ব্যপারে আশাবাদী হলেও সমীহ করছেন আফগানিস্তানকে।

‘প্রতিপক্ষ আফগানিস্তানও ভালো দল। যদিও তারা কাতারের কাছে হেরেছে। মনে হয় না, এই ম্যাচের প্রভাব খুব বেশি পড়বে তাদের উপর।’

আফগানিস্তান চায় নিজেদের ম্যাচ জয় দিয়ে শুরু করতে। বিশ্বকাপ বাছাইয়ের চূড়ান্ত পর্বে বাংলাদেশ খেলবে ‘ই’ গ্রুপে। এরপর কাতার, ভারত ও ওমানের বিপক্ষে খেলবে লাল-সবুজরা।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh