• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দোষটা নিজের কাঁধে নিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৩
দোষটা নিজের কাঁধে নিলেন সাকিব
সাকিব আল হাসান

চট্টগ্রাম টেস্টে কেমন খেলেছে বাংলাদেশ? যেমনটা খেললে একটা দল পরাজিত হয় তেমনটাই খেলেছে বাংলাদেশ। এটাই তো সোজা হিসেব। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ১১৪ ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন দল। তাই বলে এই দলের সবাই কি আর ১১৪ ম্যাচ খেলেছে? যারা খেলেছে তারাও যে কটা টেস্ট ম্যাচ খেলেছে তার ধারে কাছেও নেই আফগানিস্তান। মাত্র দুটো টেস্ট ম্যাচে খেলার অভিজ্ঞতা নিয়ে এসেছিল বাংলাদেশে।

এই ম্যাচের আগে বাংলাদেশি সমর্থকেরা হয়তো ভেবেছিল, কী আর হবে। মানে, বাংলাদেশ অনায়াসে হারিয়ে দেবে আফগানদের। এমনটা খেলোয়াড়েরাও ভেবেছে নিশ্চয়। ভাবনায় আসারই কথা।

কিন্তু কী হয়েছে শেষ পর্যন্ত। যা কিছু হয়েছে সেটা খুব দ্রুতই ভুলে যেতে চাইবেন সমর্থক থেকে শুরু করে খেলোয়াড়েরাও। এ যেমন ম্যাচ শেষে দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেই দিলেন- আমরা চাইবো এই ম্যাচটা যত দ্রুত সম্ভব ভুলে যেতে।

কিন্তু এমন একটা ম্যাচের দুঃস্মৃতি দ্রুত কী করে ভুলবেন সাকিবরা! চাইলেও কি সম্ভব? টেস্ট ক্রিকেটের ইতিহাস ঘাটলেই তো জ্বলজ্বল করে ভেসে উঠবে এই ম্যাচের ‘আফগান রূপকথা’।