• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

অপরাজিতারা দেশে পৌঁছেছে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫২
অপরাজিতারা দেশে পৌঁছেছে
ফাইনালে থাইল্যান্ডকে হারানোর পর নারী দলের উল্লাস

মেয়েরা ছুটছে অদম্য গতিতে। টানা চতুর্থ বারের মতো জায়গা করে নিয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে। আগামী ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।

তার আগে বাংলাদেশকে পার হতে হবে বাছাই পর্বের খড়গ। সেই লক্ষ্যেই স্কটল্যান্ড পাড়ি জমায় সালমা-জাহানারারা। গ্রুপ পর্বে বাংলাদেশের তিন প্রতিপক্ষ ছিল যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি আর স্কটিশরা।

একে একে সব দলকে হারিয়ে সেমি ফাইনালে শক্তিশালী আয়ারল্যান্ডকে হারিয়ে নিশ্চিত করে বিশ্বকাপ। ফাইনালে সালমাদের প্রতিপক্ষ ছিল থাইল্যান্ড। থাই মেয়েরা এবারই প্রথম বিশ্বকাপে খেলার গৌরব অর্জন করেছে।

থাইদের হারাতে মোটেই কষ্ট হয়নি বাংলাদেশের। ৭০ রানের বড় ব্যবধানে হারিয়ে বাছাই পর্বের ট্রফি নিশ্চিত করে বাংলাদেশ।

সেই ট্রফি নিয়ে আজ স্বদেশে ফিরেছে সালমা-সানজিদা খাতুনরা। সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায় নারী ক্রিকেট দলের সদস্যরা।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh