• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আমরা এই ম্যাচটা ভুলে যেতে চাই: সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৪
SHAKIB AL HASAN
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শেষ বিকেলে মাঠে নেমে প্রথম বলেই ফিরে যান সাকিব আল হাসান।

আফগানিস্তানের বিপক্ষে ২২৪ রানে হারতে হয়েছে বাংলাদেশকে। টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ দলটির বিপক্ষে নিজেদের মাঠেই বিশাল হারের লজ্জা পেলো সাকিব আল হাসানের দল। শেষ ইনিংসে ৩৯৮ রান তাড়া করতে নেমে মুশফিকুর রহিম-মাহমুদুল্লাহ রিয়াদরা গুটিয়ে যায় মাত্র ১৭৩ রানে।

ম্যাচ শেষে সাকিব স্বীকার করেন, তার দলের আরও পরিশ্রম করা প্রয়োজন। ‘আমার মনে হয়ে আফগানিস্তানের বোলিংয়ের তুলনায় আমাদের ব্যাটসম্যানরা বেশ দুর্বল ছিল। ভালো করতে হলে, আমাদের আরও অনেক কঠোর পরিশ্রম করতে হবে।’

পুরো ম্যাচজুড়ে দুর্দান্ত ক্রিকেট উপহার দেয়া আফগানদের সমীহ করতে ভুল করেননি সাকিব। জানালেন, এই ম্যাচের দুঃসহ স্মৃতি ভুলে যেতে চায় তার দল।

টাইগার দলপতি যোগ করেন, ২০ বছর ধরে ক্রিকেট খেলেও আমরা এখনও শিখছি, এমনটা বলার সুযোগ নেই। তবে আমরা অনেক দিন পর টেস্ট খেলতে নেমেছি। তবে এই জয়টা আফগানিস্তানেরই প্রাপ্য ছিল। আমরা এই ম্যাচটা যত দ্রুত সম্ভব ভুল যেতে চাই। মনোযোগ দিতে চাই আসন্ন টি-টোয়েন্টি সিরিজে।