• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জয়টা প্রাপ্য ছিল আফগানদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৯
জয়টা প্রাপ্য ছিল আফগানদের
দুই ইনিংসে ১১ উইকেট নেন রশিদ খান

টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ দলের সর্বকনিষ্ঠ অধিনায়ক রশিদ খান। মাত্র ২০ বছর ৩৫০ দিন বয়সেই তার কাঁধে ওঠে একটা টেস্ট দলের ভার। লাল বলের ক্রিকেটে এই দেশটা মাত্র দুই ম্যাচে খেলার অভিজ্ঞতা নিয়েই আসে বাংলাদেশে।

তাতেই কি-না এমন বাজিমাৎ করে বসল! ‘ঝড়ে বক মরে’ বলে একটা কথা থাকলেও পাঁচ দিনের ক্রিকেটে এই কথার কোনও ভিত্তি নেই বললেই হয়। তাই এই জয়টা আফগানিস্তানেরই প্রাপ্য ছিল। কেন না, চট্টগ্রাম টেস্টের প্রথম দিন থেকেই ব্যাটে, বলে, ফিল্ডিংয়ে এগিয়ে ছিল তারা।

বাংলাদেশ যেখানে শতভাগ ব্যর্থ হয়েছে, সেখানে শতভাগ সফল হয়েছে আফগানিস্তান। কী দেখায়নি তারা? সেঞ্চুরি, পাঁচ উইকেট, দশ উইকেট সবই করে দেখিয়েছে তারা।

প্রথম ইনিংসে রহমত শাহ’র করা ১০২ রানের ইনিংস লেখা থাকবে আফগান ক্রিকেটের ইতিহাসে প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে। সেঞ্চুরির তালিকায় অল্পের জন্য নাম তোলা হয়নি আরেক সাবেক অধিনায়ক আসগর আফগানের। শতক থেকে মাত্র ৮ রান দূরে থাকতেই ফেরেন সাজঘরে।