• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

শেষ বেলায় মাঠে নেমেই ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১৮
Afghanistan
ছবি- সংগৃহীত

চট্টগ্রাম টেস্টের শেষ দিনটিকে নাটকীয় দিন বললেও ভুল হবে না। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি খেলা। প্রথম সেশনে একটি বলও হয়নি। সোমবার বেলা ১টায় দ্বিতীয় সেশনে মাঠে নামে দুই দল। মাত্র ১৩ বল পর আবারও বৃষ্টির বাগড়া।

একদিকে মাত্র চার উইকেট তুললেই ম্যাচটি নিজেদের করে নিতে পারবে আফগানিস্তান। অন্যদিকে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আরও ২৫৫ রান। ঠিক এমন অবস্থায় প্রায় তিন ঘণ্টা পর এবারও শুরু হলো।

দায়িত্বরত আম্পায়াররা আরও ১৮ ওভার তিন বল খেলার সিদ্ধান্ত নেন। ৫৩ বলে ৪৪ রান করা সাকিব আল হাসান মাঠে নেমে প্রথম বলেই ফিরে যান। জহির খানের বলে উইকেটরক্ষক আফসার জাজাইয়ের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি।

ক্রিজে রয়েছেন ১১ বলে ২ রান করা সৌম্য সরকার। তার সঙ্গে যোগ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৪৭ ওভারে মোট সংগ্রহ ৭ উইকেটে ১৪৩ রান।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় দলের অ্যানালিস্ট হলেন মহসিন শেখ
ঢাকায় পৌঁছেছেন কোচ হাথুরুসিংহে ও মুশতাক
নিজের পায়ে কি নিজেই কুড়াল মারলেন তামিম ইকবাল?
ভারত সিরিজ থেকে বাদ পড়লেন আম্পায়ার তানভীর
X
Fresh