ক্যারিয়ারের ১৯তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন রাফায়েল নাদাল। রোববার ইউএস ওপেন টেনিসে পুরুষ এককের ফাইনালে এই স্প্যানিশ তারকা ৩-২ ব্যবধানে হারিয়েছেন দানিল মেদভেদেভকে।
নিউ ইর্য়কের আর্থার এসে স্টেডিয়ামে প্রথম সেটে জমজমাট লড়াইয়ে ৭-৫ গেমে জয় তুলে নেন নাদাল। দ্বিতীয় সেটে জয় পেয়েছেন অনেকটা সহজেই। ৬-৩ ব্যবধানে। তবে পরের দুই সেটে দারুণ কিছু শট খেলে ৭-৫ ও ৬-৪ গেমে জয় তুলে ঘুরে দাঁড়ান তরুণ মেদভেদেভ।
কিন্তু শেষ সেটে আর ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি এই রাশিয়ন। ৬-৪ গেমে তাকে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসে মাতেন রাফায়েল নাদাল। আর একটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেই ছুঁয়ে ফেলবেন রেকর্ড ২০টি শিরোপা জেতা রজার ফেদেরারকে।
শিরোপা হাতে নিয়ে কান্না করতে দেখা যায় নাদালকে। এই জয়ের পর তিনি বলেন,
ওয়াই