• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বৃষ্টি থামার অপেক্ষায় আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:১২
Bangladesh
ছবি- সংগৃহীত

চট্টগ্রামে একমাত্র টেস্টের জয়ের দ্বার প্রান্তে আফগানিস্তান। মাত্র ৪ উইকেট তুলে নিলেই ইতিহাস গড়বে আফগানরা। অন্যদিকে সব হিসেব পাল্টে দিতে ২৬২ রান করতে হবে বাংলাদেশকে। শেষ দিনের খেলা বৃষ্টির কারণে এখনও শুরু হয়নি। সোমবার সকাল সাড়ে ৯টায় দুইদলের মাঠে নামার কথা থাকলেও পিচ এখনও ঢাকাই রয়েছে। আবহাওয়াবিষয়ক পোর্টাল অ্যাকুওয়েদার জানাচ্ছে, দিনভর ভারী বর্ষণ হবার সম্ভাবনা রয়েছে বন্দর নগরীতে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অপরাজিত রয়েছেন সাকিব আল হাসান ও সৌম্য সরকার। ৪৬ বলে অধিনায়ক সাকিবের ব্যাট থেকে এসেছে ৩৯ রান। অন্যদিকে ৫ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি সৌম্য।

আফগানদের হয়ে দলপতি রশিদ খান তুলে নিয়েছেন তিনটি উইকেট। অন্যদিকে জহির খান দুটি ও টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে যাওয়া মোহাম্মদ নবী তুলেছেন একটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান প্রথম ইনিংস: ৩৪২ ও ২৬০

বাংলাদেশ প্রথম ইনিংস: ২০৫ ও ১৩৬/৬

লক্ষ্য ৩৯৮ রান। প্রয়োজন ২৫২ রান।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে যে বার্তা সাকিবের
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বিসিবির
চট্টগ্রাম টেস্ট রেখে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন হাথুরুসিংহে
ফিরলেন সাকিব, না খেলেই বাদ হৃদয়
X
Fresh