• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চট্টগ্রাম টেস্ট: জয় পেলে নতুন রেকর্ড গড়বে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৫
চট্টগ্রাম টেস্ট: জয় পেলে নতুন রেকর্ড গড়বে বাংলাদেশ
ছবি- সংগৃহীত

১৯৯৯ সালে টেস্ট ক্রিকেট খেলার মর্যাদা পেলেও সাদা পোশাকে বাংলাদেশ খেলতে নামে ২০০০ সালে। ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হবার পর ১১৪ টি টেস্ট খেলে ফেলেছে টাইগাররা। ১১৪ ম্যাচের অভিজ্ঞতা নিয়ে চট্টগ্রামে ১১৫ তম টেস্ট খেলছে আফগানিস্তানের বিপক্ষে।

শতকের উপর টেস্ট খেলে ফেললেও জয়ের দেখা পেয়েছে মাত্র ১৩ টিতে, ড্র করতে পেরেছে ১৬ টি টেস্ট। যে ১৩টি ম্যাচে জয় পেয়েছে তার মধ্যে তিনটি ম্যাচ তাড়া করে জিতেছে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে সবচেয়ে বেশি টেস্ট খেলে টাইগাররা। ২০ টি টেস্ট খেলে একটিতে জয় ও ৩টি ড্র করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ টেস্টের বিপরীতে জয় পায় চারটিতে, ড্র করে ২টি। আর জিম্বাবুয়ের বিপক্ষে সম সংখ্যক টেস্ট খেলে ৬ টি জয় আর ৩ টি ড্র করে।

নিউজিল্যান্ডের সঙ্গে ১৫ টি টেস্ট খেলে জয়ের দেখা না পেলেও করেছে তিনটি ড্র। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২ টেস্ট খেলেও জয় পায়নি বাংলাদেশ। তবে ড্র করে ২ টি ম্যাচ।