• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নেইমারের গোলে রক্ষা পেল ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪২
ব্রাজিল
নেইমারের গোলে রক্ষা পেল ব্রাজিলের

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শনিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় মুখোমুখি হয়েছে ল্যাটিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও কলম্বিয়া।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে দুই প্রতিবেশীর আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

তবে তিন মাস পর মাঠে ফিরেই গোলের দেখা পান নেইমার। তার গোলের সুবাদেই হারের লজ্জা থেকে বাঁচে ব্রাজিল।

কলম্বিয়ার বিপক্ষে ১৯ মিনিটে গোল করে ব্রাজিলকে লিড এনে দেন কাসেমিরো। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সেলেসাওরা। ২৫ ও ৩৪ মিনিটে জোড়া গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন মুরিয়েল। পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া ব্রাজিলকে ৫৮ মিনিটে সমতায় ফেরান নেইমার। বাকী সময় আর গোল না হওয়ার সমতা নিয়েই মাঠ ছাড়ে উভয় দল।

খেলায় প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও ব্রাজিল বল নিজেদের দখলে রাখে। গোল মুখে বেশি শটও নেয় ব্রাজিল।

আগামী ১১ সেপ্টেম্বর প্রীতি ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামবে তিতের ছেলেরা।

আরও পড়ুন

এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩-৩ গোলে ড্র ব্রাজিল-স্পেনের ম্যাচ
জালিয়াতির অভিযোগে ব্রাজিলিয়ান তারকার দুই বছরের নিষেধাজ্ঞা
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
রাতে মাঠে নামছে ব্রাজিল
X
Fresh