• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

২০২২ বিশ্বকাপের লোগো উন্মোচন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫০
Qatar 2022 FIFA World Cup
ছবি- সংগৃহীত

২০২২ ফুটবল বিশ্বকাপের লোগো প্রকাশ করা হলো। কাতারের রাজধানী দোহায় আনুষ্ঠানিকভাবে লোগোটি উন্মোচন করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)।

দোহার বিভিন্ন জ‌নবহুল স্থান ও পৃথিবীর অন্যান্য শহরে তা প্রদর্শিত হয়েছে। লোগোর নকশায় দেখা গিয়েছে আরব দেশটির বিখ্যাত সাদা শাল, যার মধ্যে মেরুন রংয়ের নকশাও রয়েছে। লোগোটি অনেকটা ইংরেজির আট সংখ্যার মতো দেখতে।

রাজধানীর দক্ষিণে শেরিবেব জেলায় অবস্থিত কাতারা কালচারাল ভিলেজে এটি প্রদর্শিত হয়। এসময় হাজারো ফুটবল প্রেমী বিশ্বকাপের লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হন।

স্থানীয় সময় ৮.২২ মিনিটে ওই বিল্ডিংটি উদ্ভাসিত হয়ে ওঠে লোগোর দ্যুতিতে। বিশ্বকাপের বছর ২০২২ হওয়াতেই ওই সময় (২২.২২) বেছে নেওয়া হয়।

দেশটির গণমাধ্যম দ্য পেনিনসুলা কাতার জানায়, লোগোটিতে ঐতিহ্যবাহী উলের শালের অনুপ্রেরণায় তৈরি করা হয়েছে। মধ্য প্রাচ্যের ভয়ানক গরমকে এড়ানোর জন্য ২০২২ সালের নভেম্বর ও ডিসেম্বরে বসবে বিশ্বকাপের আসর।

আয়োজকদের সুপ্রিম কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, ফুটবলের মতোই ঐতিহ্যবাহী শালের জনপ্রিয়তা একতার শক্তি, মানুষের নিত্য জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
টিভিতে আজকের খেলা
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
ইনজুরি কাটিয়ে ফিরছেন বাংলার ফুটবলের রক্ষণসেনা
X
Fresh