• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩২
West Indies
ছবি- সংগৃহীত

কিংস্টোন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫৭ রানে জয় পেয়েছে ভারত। সোমবার এ জয়ের মধ্য দিয়ে ২-০ তে সিরিজ জিতে আগস্ট থেকে শুরু হওয়া আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করল বিরাট কোহেলি নেতৃত্বাধীন দলটি।

এরআগে চতুর্থ ও শেষ দিনে সফরকারীদের চেয়ে ৪২৩ রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করে ওয়েন্ট ইন্ডিজ।

২ উইকেটে ৪৫ রান নিয়ে ব্যাট করতে নেমে দিনের শুরুটা ভাল হয়নি স্বাগতিকদের। দলীয় ৯৮ রানে চার উইকেট হারায় ক্যারিবিয়রা।

শেষ পর্যন্ত ২১০ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ছিলো ১১৭ রান।

টস হেরে ব্যাট করতে নেমে ভারত প্রথম ইনিংসে করে ৪১৬ রান। আর দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ১৬৮ রান করে ইনিংস ঘোষণা করে।

প্রথম ইনিংসে শতক ও দ্বিতীয় ইনিংসে অর্ধশতক তুলে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান হনুমা বিহারী।

সংক্ষিপ্ত স্কোর

ভারত

৪১৬ ও ১৬৮/৪ ডি

ওয়েস্ট ইন্ডিজ

১১৭ ও ২১০

ফল ভারত ২৫৭ রানে জয়ী

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
টিভিতে আজকের খেলা
X
Fresh