• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভারতের কাছে ৪-০ গোলে হেরে বিদায় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ আগস্ট ২০১৯, ১৭:৫৭
ভারতের কাছে ৪-০ গোলে হেরে বিদায় বাংলাদেশের
ছবি- সংগৃহীত

বাঁচা-মরার ম্যাচ ছিল বাংলাদেশের সামনে। এমন ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের প্রতিপক্ষ ছিল শক্তিশালী ভারত অনূর্ধ্ব-১৫ দল। এবারের সাফে বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। প্রথমে শ্রীলঙ্কা পরে ভুটানকে হারায় বড় ব্যবধানে। কিন্তু নেপালের কাছে ৪-১ গোলে হেরে ফাইনালে ওঠার কাজটা কঠিন করে তুলে বাংলাদেশের কিশোররা। তাই আজ বৃহস্পতিবার ভারতকে হারানো ছাড়া কোনও উপায় ছিল না বাংলাদেশের।

পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কল্যাণী স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে শুরু থেকেই কোনোরকম প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ।

প্রথমার্ধে ২৯ মিনিটের সময় ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। হিমাংশু জংরর হেড থেকে আসা গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ভারত।

এরপর দ্বিতীয়ার্ধে আরও ৩টি গোল হজম করে বাংলাদেশ। বাকি তিনটি গোলের দুটিই আসে জংরর কাছ থেকে। বাকি একটি করেন পল। তাতে স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের।

গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার ভারতের কাছে ৪-০ গোলে হেরে খালি হাতেই ফিরতে হচ্ছে রবিন রাউন্ড লিগ থেকে।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh