• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

খুলনায় নাঈমের ঘূর্ণিতে ঘুরছে লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ আগস্ট ২০১৯, ২০:১৭
খুলনায় নাঈমের ঘূর্নিতে ঘুরছে লঙ্কানরা
নাঈম হাসান

প্রথমে ব্যাট করে ১৩৫ ওভার ৪ বলে বাংলাদেশ ইমার্জিং দল সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩৬০ রান। চার দিনের খেলায় দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে খুলনায় প্রথম দিনে বাংলাদেশ অধিনায়কের দুর্দান্ত শতকে ৪ উইকেটে ২৩৪ রান তুলে। এদিন আফিফ হাসান করেন ৫৪ রান।

দ্বিতীয় দিনে জাকির হাসানের ৪৯ রান। নাজমুল হাসান শান্ত বিদায় নেন প্রথমদিনের ১২৪ রানের সঙ্গে আর ৯ রান যোগ করে (১৩৩)। স্পিনার নাঈম হোসেন করেন ৭২ বলে ৩৬ রান।

শ্রীলঙ্কা ইমার্জিং দলের হয়ে ৪ উইকেট নেন রামেষ মেন্ডিস। এছাড়া ২টি করে উইকেট নেন আসিথা ফার্নান্দো ও কালানা পেরেরা এবং একটি উইকেট নেন নিশান পেইরিস।

বাংলাদেশের প্রথম ইনিংসের জবাবে ব্যাট করতে নেমে স্পিনার নাঈম হাসানের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়েছে লঙ্কান উদীয়মানরা। দ্বিতীয় দিনে ৩৮ ওভার খেলে ১০১ রান তুললেও ৪ উইকেট পড়ে যায় লঙ্কানদের। নাঈম হাসান একাই নেন ৪ উইকেট।

বাংলাদেশ ইমার্জিং দল ১ম ইনিংস: ৩৬০/১০ (১৩৫.৪ ওভার) শান্ত ১৩৩, জাকির ৪৯, নাঈম ৩৬, তানভীর ১৬*

মেন্ডিস ৪/৭৩ ফার্নান্দো ২/৭৪, পেরেরা ২/৬২, নিশান ১/৭৪

শ্রীলঙ্কা ইমার্জিং দল ১ম ইনিংস: ১০১/৪ (৩৮ ওভার)

নিসানকা ১৬, কুরে ৬, আসালঙ্কা ১৮, ভানুকা ১১, মাদুওয়ান্থা ২১*, বান্দারা ২৩*

নাঈম ৪/৩১

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh