• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশের বিপক্ষে দল হিসেবে সেরাটা দিতে চাই: রশিদ খান

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৬ আগস্ট ২০১৯, ০৪:২৩
বাংলাদেশ আফগানিস্তান টেস্ট
বাংলাদেশের বিপক্ষে দল হিসেবে সেরাটা দিতে চাই: রশিদ খান

সেপ্টেম্বরে টাইগারদের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান। আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ওই ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচের আগে আবু ধাবিতে প্রস্তুতি ক্যাম্প করছে আফগানরা। সেখানেই আসন্ন ম্যাচ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দলটির অধিনায়ক রশিদ খান।

তিনি বলেন, বাংলাদেশের বিপক্ষে ফলাফল নিয়ে আমরা চিন্তিত নই। দল হিসেবে সেরাটা দেয়াই আমাদের একমাত্র লক্ষ্য। আমরা ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে যেভাবে খেলেছি, তার চেয়ে ভালো খেলেছি দ্বিতীয় টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে। আমাদের বিশ্বাস বাংলাদেশেও ভালো খেলতে পারব।

নিজেদের প্রস্তুতি নিয়ে রশিদ খান বলেন, আমরা যথাযথ অনুশীলনের জন্য আবু ধাবিকে বেছে নিয়েছিলাম। আমরা চেয়েছিলাম বাংলাদেশের মতো গরম আবহাওয়ায় অনুশীলনে অভ্যস্ত হতে।

বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে অধিনায়কত্ব থেকে গুলবাদিন নাইবকে সরিয়ে দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। গুলবাদিন নাইবের পরিবর্তে তিন ফরম্যাটের ক্রিকেটে দায়িত্ব দেয়া হয় রশিদ খানকে।

ডি/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির আহ্বান জানালেন চীনের কালচারাল কাউন্সিলর 
X
Fresh