• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ছুটি শেষ, কন্ডিশনিং ক্যাম্পে সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ আগস্ট ২০১৯, ১৪:১৪
ছুটি শেষ, কন্ডিশনিং ক্যাম্পে সাকিব
ছবি- সংগৃহীত

বিশ্বকাপটা দুর্দান্ত কেটেছিল। এরপর শ্রীলঙ্কায় সিরিজ থাকলেও খেলেননি। বিশ্রাম নিয়েছেন, ছুটি কাটিয়েছেন। মাঝে মাকে নিয়ে হজও পালন করেছেন সাকিব আল হাসান। এবার মাঠে ফেরার পালা।

নিজের ব্যক্তিগত সব কাজ শেষ করে গতকাল শুক্রবার মধ্যরাতে দেশে ফেরেন সাকিব। দেশে ফেরার পর মাঠে ফিরতে দেরি করেননি তিনি। শনিবার সকালেই নেমে পড়েন শের ই বাংলা স্টেডিয়ামের সবুজ গালিচায়।

নতুন কোচিং স্টাফের সঙ্গে পরিচয় পর্ব শেষে ব্যাট হাতে নেমে পড়েন সেন্টার উইকেটে।

কন্ডিশনিং ক্যাম্পে গত কয়েকদিন ধরে অনুশীলন চললেও সেটি শেষের পথে। আগামীকাল রোববার শেষ হবে এই ক্যাম্প।

এরপর শুরু হবে স্কিল অনুশীলন। আগামী ২৭ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণার কথা রয়েছে বলে জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

আগামী ৩০ আগস্ট থেকে দুদিন চলবে একটি প্রস্তুতি ম্যাচ। ২৪ সদস্যকে নিয়ে লাল-সবুজ দলে ভাগ হয়ে খেলবে এই প্রস্তুতি ম্যাচ।

কেন না, টেস্ট ম্যাচ খেলা হয়েছে দীর্ঘ পাঁচ মাস আগে নিউজিল্যান্ডের বিপক্ষে। নিজেদের টেস্টের আমেজে ফেরাতেও এই ম্যাচটার গুরুত্ব দিতেই হবে।

দুইদিনের প্রস্তুতি ম্যাচ শেষে চট্টগ্রামে ১ সেপ্টেম্বর থেকে আফগানিস্তানের বিপক্ষে খেলতে হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ।

এরপর ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচটি। এই ম্যাচের পর তিন দিন বিরতি দিয়ে শুরু হবে জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
X
Fresh