• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানের বোলিং কোচ হতে চান ওয়াকার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ আগস্ট ২০১৯, ১২:৫৮
পাকিস্তানের বোলিং কোচ হতে চান ওয়াকার
ওয়াকার ইউনুস

একসময় ছিলেন পাকিস্তান দলের প্রধান কোচ। এরপর চাকরী ছেড়ে দিলেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে কোচিং করিয়ে আসছিলেন ওয়াকার ইউনুস। তবে বিশ্বকাপের পর পাকিস্তানের বোলিং কোচ আজহার মেহমুদের বিদায়ের পর ওয়াকারের নাম আসছে এই পদের জন্য।

সাবেক এই কিংবদন্তী তারকা পেসার পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হতে চান। এ জন্য তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে আবেদনও করেছেন বলে জানাচ্ছে দেশটির গণমাধ্যম।

বিশ্বকাপে সেমি-ফাইনালের আগে বাদ পড়ে যাওয়ায় দলটির প্রধান কোচ মিকি আর্থার, বোলিং কোচ আজহার মাহমুদসহ কোচিং স্টাফের অনেকের সঙ্গে চুক্তি বাতিল করে পিসিবি। কদিন আগে নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দেয় পিসিবি।

পিসিবির বিজ্ঞপ্তির পর ৪৭ বছর বয়সী ওয়াকার ইউনুস আবেদন করেন বোলিং কোচের জন্য।

বোলিং কোচের আবেদনে সাড়া পড়লেও প্রধান কোচের আবেদনে নাকি খুব বেশি সাড়া মেলেনি। পিসিবির প্রত্যাশা ছিল নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসনকে প্রধান কোচের পদে নাম লেখাবেন। কিন্তু শেষ পর্যন্ত সেটিও আর হয়নি। হেসন নাকি পিসিবিকে না করে দিয়েছেন।

তাই আপাতত সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক দায়িত্ব পালন করছেন প্রধান কোচের। তবে মিসবাহও আবেদন করেছেন প্রধান কোচের জন্য।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে নতুন বোর্ড প্রধান পেল পাকিস্তান ক্রিকেট
X
Fresh