• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গোথামের কীর্তি লেখা হবে না রেকর্ড বইয়ে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ আগস্ট ২০১৯, ১২:৩৬
গোথামের কীর্তি লেখা হবে না রেকর্ড বইয়ে
কৃষ্ণাপ্পা গোথাম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দিয়েই তাকে চেনা। দুর্দান্ত খেলেন ঘরোয়া লিগের বিভিন্ন টুর্নামেন্টেও। এখন খেলছেন কর্ণাটক প্রিমিয়ার লিগে। ৩০ বছর বয়সী কৃষ্ণাপ্পা গোথাম শুক্রবার শিমোগা লায়ন্সের বিপক্ষে ব্যাটে-বলে রীতিমত ঝড় তোলেন।

ডানহাতি এই অলরাউন্ডার ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে ব্যাটিং শুরু করেন। এরপরই শুরু হয় তার বাউন্ডারি তাণ্ডব! মাত্র ৫৬ বলে ২৩৯.২৮ স্ট্রাইকরেটে তুলে ফেলেন ১৩৪ রান। এই রান নিতে ছয় হাঁকান ১৩টি আর চার হাঁকান ৭টি।

তার এই ১৩৪ রানের ইনিংসে ভর করে বেলারি টাস্কার্সের সংগ্রহ দাঁড়ায় ১৭ ওভারে ৩ উইকেটে ২০৩ রান।

টাস্কার্সের দেয়া বিশাল রান তাড়া করতে নেমে আবারও গোথামের তোপে পড়ে শিমোঙ্গা লায়ন্সের ব্যাটাররা। গোথামের অফ-স্পিনের কাছে একের পর এক উইকেট দিয়ে আসতে থাকে তারা।

শিমোঙ্গার দুই ব্যাটসম্যানই কেবল চল্লিশ রানের কোটা পার করে। বাকি ব্যাটসম্যানদের কেউ দশ রানের কোটাও পার করতে পারেনি।

গোথাম তুলে নেন ৪ ওভারে ১৫ রান দিয়ে ৮ উইকেট! তাতে ৭০ রানের জয় তুলে নেয় বেলারি টাস্কার্স।

তবে গোথামের ১৩৪ রান আর চার ওভারে ৮ উইকেট নেয়ার কীর্তি লেখা হবে না আইসিসির রেকর্ড বইয়ে। কেন না, কর্ণাটক প্রিমিয়ার লিগ আইসিসির স্বীকৃত কোন লিগ নয়।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে আইরের ইতিহাস
২০২৭ বিশ্বকাপের ৮ ভেন্যু চূড়ান্ত
টেস্ট অভিষেকেই আইসিসি থেকে সুসংবাদ পেলেন হাসান 
‘নিষিদ্ধ’ হাসারাঙ্গার আইপিএলও শেষ
X
Fresh