logo
  • ঢাকা মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১২ ফাল্গুন ১৪২৬

ভারতের নয়া ব্যাটিং কোচ বিক্রম রাঠোর

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৩ আগস্ট ২০১৯, ১৪:০০
ভারতের নয়া ব্যাটিং কোচ বিক্রম রাঠোর
বিক্রম রাঠোর
বিশ্বকাপের পর সবগুলো দলের কোচদের উপর ঝড় বয়ে গেছে। সেই ঝড়ে উড়ে গেছে অনেক বড় নামের কোচও।  ভারতীয় ক্রিকেটের কোচিং স্টাফেও এসেছে পরিবর্তন। তবে প্রধান কোচ রবি শাস্ত্রী টিকে গেছেন শেষ মুহূর্তে।

এছাড়া পরিবর্তন হয় ব্যাটিং কোচের। পাঁচ বছর ধরে ব্যাটিং কোচের দায়িত্বে থাকা বাঙ্গারকে সরিয়ে দিতে বাধ্য হয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

তার বদলে নতুন ব্যাটিং কোচ পদে নিয়োগ দেয়া হয়েছে সাবেক ক্রিকেটার বিক্রম রাঠোরকে। আন্তর্জাতিক অঙ্গনে ভারতের হয়ে মাত্র ৬টি ওয়ানডে ও ৭টি টেস্ট খেলেছিলেন বিক্রম।

জাতীয় দলের হয়ে খুব বেশি ম্যাচ না খেললেও ঘরোয়া লিগে তার সুনাম ব্যাটিংয়ের সুনাম রয়েছে অনেক। পাঞ্জাব ও হিমাচল প্রদেশের হয়ে খেলেছেন ১৪৬ প্রথম শ্রেণীর ম্যাচ। যেখানে তিনি করেছিলেন ১১ হাজার ৪৭৩ রান।

দলগত ব্যাটিং সাফল্য না পাওয়া, বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতা আর পজিশন ঘন ঘন পরিবর্তনে তার উপর চটেছিল বিসিসিআই।

বড় কারণ হিসেবে সামনে আসে বিশ্বকাপের সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে মহেন্দ্র সিং ধোনির পজিশনে হার্দিক পান্ডিয়াকে ব্যাটিং করানোয় সমালোচনার মুখে পড়তে হয় বাঙ্গারকে।

এমআর/

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়