• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

কবে অবসরে যাবেন রোনালদো?

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ আগস্ট ২০১৯, ১৭:৩২
কবে অবসরে যাবেন রোনালদো?
ছবি- সংগৃহীত

বয়স পঁয়ত্রিশ ছুঁই ছুঁই। তাতে কী। ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে বয়স যেন শুধু সংখ্যা মাত্র। পর্তুগালের এই তারকা ফুটবলারেরও একটা সময় অবসরে যেতে হবে প্রিয় ফুটবলকে ছেড়ে। সেটা কবে?

রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন দীর্ঘদিন। এরপর পাড়ি জমান ইতালীয় ক্লাব জুভেন্টাসে। এখানেও তার ফুটবল জাদুতে আচ্ছন্ন করে রেখেছেন তার সমর্থকদের। সবশেষ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৪৩ ম্যাচে রোনালদো করেন ২৮টি গোল।

তাতেও অবসরের কথাটা তার সামনে আসা শুরু করেছে। এ নিয়ে রোনালদো জানিয়েছেন, ২০২০ সালে কিংবা ৪ থেকে ৫ বছর খেলেও অবসরে যেতে পারেন।

---------------------------------------------------
আরো পড়ুন: টেস্ট ক্রিকেটে নজর থাকবে ডমিঙ্গোর
---------------------------------------------------

‘এখনই আমি অবসর নিয়ে ভাবছি না। যদি খুব দ্রুত অবসর নিই সেটা হতে পারে আগামী বছরেই। আবার তার উল্টোটাও হতে পারে। দেখা গেল আরও ৪ থেকে ৫ বছর পর্যন্ত খেলে যেতে পারি। আপাতত খেলাটা উপভোগ করছি।’

দীর্ঘ ক্যারিয়ারে দলীয় সাফল্য তো পেয়েছেনই, পেয়েছেন ব্যক্তিগত সাফল্যও। রেকর্ড পাঁচবার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। একবার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ও চারবার রিয়াল মাদ্রিদের হয়ে।

এছাড়া ম্যানইউর হয়ে তিনবার জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা ও রিয়ালের হয়ে দুইবার জিতেছেন লা লিগা শিরোপা।

এমআর/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর মাইলফলকের রাতে আল-নাসরের জয়
X
Fresh