• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

এএফসি কাপে উত্তর কোরিয়ান ক্লাবের মুখোমুখি আবাহনী

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ আগস্ট ২০১৯, ১৬:২০
AFC Cup, 4.25 SC, Abahani Limited, Bangabandhu Stadium
এএফসি কাপ ম্যাচের আগে আবাহনী ও ফোর্থ টোয়িন্টি-ফোর'র অধিনয়কের করমর্দন

এএফসি কাপে নক-আউট পর্বের প্রথম লেগে আগামীকাল বুধবার উত্তর কোরিয়ান ক্লাব ফোর্থ টোয়েন্টি-ফোরের মুখোমুখি হবে ঢাকা জায়ান্ট আবাহনী ক্রীড়া চক্র লিমিটেড। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা পৌণে সাতটায়।

দেশের মতই ফুটবলীয় শক্তির বিচারে বেশ এগিয়ে উত্তর কোরিয়ার ক্লাব ফোর্থ বা এপ্রিল টোয়েন্টি-ফোর। জাতীয় দলের চারজন খেলোয়াড় আছে তাদের স্কোয়াডে। তবে বিদেশি কোটার কোনও খেলোয়াড় নেই সেই দলে।

বাফুফের আয়োজিত ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দলের অবস্থা তুলে ধরেন দলটির কোচ ও ইউন সন। আবাহনী সম্পর্কে তেমন জানাশোনা নাই বলে অকপটে স্বীকার করলেন প্রবীণ কোচ। ইংরেজি না জানায় কোরিয়ান ভাষাতেই বলিষ্ঠ কণ্ঠে জয়ের ব্যাপারে আশাবাদ জানালেন ইউন সন।

জয়ের ব্যাপারে আশাবাদী ৪.২৫ এসসি কোচ ও ইউন সন

বিপরীতে দলের আক্রমণের অন্যতম ভরসা বিদেশী খেলোয়াড় ঈসাকে পাচ্ছে আবাহনী ক্রীড়া চক্র। নেই দেশের সেরা অস্ত্র মামুনুল ইসলামও। তবুও আশাবাদী আকাশী-নীল কোচ মারিও লেমোস।

-----------------------------------------------------------------
আরো পড়ুন: টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা আফগানদের
-----------------------------------------------------------------

দুই সপ্তাহের নিবীর অনুশীলনে শিষ্যদের প্রস্তুত করেছেন এ স্প্যানিশ কোচ। প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা সম্পর্কেও ধারণা নিয়েছেন ম্যাচের ভিডিও ফুটেজ দেখে। কঠিন একটি ম্যাচ হবে- এটা মেনেই পূর্ণ পয়েন্ট চান তিনি। সেই সঙ্গে বললেন- ‘জিততে হলে মাঠে নিজেদের সেরাটা খেলতে হবে’।

লড়াকু খেলা উপহার দিতে আত্মবিশ্বাসী আবাহনী কোচ মারিও লেমোস

দেশ ও ক্লাবের সম্মানের কথা মাথায় রেখে মাঠে নামার কথা বললেন আবাহনী অধিনায়ক শহিদুল আলম সোহেল। দুই সপ্তাহ প্রস্তুতি নিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন জাতীয় দলের এ গোলরক্ষক। বললেন- ‘কঠিন লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত সবাই’।

এ ম্যাচটি এএফসি কাপের আন্তঃআঞ্চলিক সেমিফাইনালও। দুই মিলিয়ে ড্র করলেও, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের পরের মওসুমে প্লে-অফ খেলার যোগ্যতা অর্জন করবে আবাহনী ক্রীড়া চক্র লিমিটেড।

অগ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শন শেষে যেসব সমস্যা খুঁজে পেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
X
Fresh