logo
  • ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২০, ১৩ অগ্রহায়ণ ১৪২৭

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ আগস্ট ২০১৯, ০৯:৪১
আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ১১:৫৫

অ্যাশেজের দ্বিতীয় টেস্টে আজ মাঠে নামছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

অ্যাশেজের দ্বিতীয় টেস্ট
অ্যাশেজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে প্রাকটিস করছে অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা
অ্যাশেজ পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের লর্ডসে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়।

প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ২৫১ রানে জয় পায় অস্ট্রেলিয়া। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৮৪ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ৩৭৪ রান করে ইংলিশরা।

কিন্তু দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। সাত উইকেটে ৪৮৭ রান করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। জবাবে দ্বিতীয় ইনিংসে খেই হারায় স্বাগতিকরা। ১৪৬ রানে অলআউট হয় ইংলিশরা। ফলে প্রথম টেস্টে ২৫১ রানের সহজ পায় অজিরা।

তাইতো নিজেদের মাঠে দ্বিতীয় টেস্টে জয়ের ধারায় ফিরতে চায় ইংলিশরা। জেমস অ্যান্ডারসনের নেতৃত্বে ইংল্যান্ডের বোলিং আক্রমণে থাকছে স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস। তবে শেষ পাঁচ ওয়ানডের কোনটিতেই জয় পায়নি স্বাগতিকরা। আর তিন ব্যাটসম্যান স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রাফ্টকে নিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় অজিরা।

আরও পড়ুন 

পি

RTVPLUS