• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতকে ২৬২ রানের টার্গেট দিলো যুবারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ আগস্ট ২০১৯, ২০:২৫
যুবারা
ভারতকে ২৬২ রানের টার্গেট দিলো যুবারা

ইংল্যান্ডে অনূর্ধ্ব -১৯ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারতকে ২৬২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।

হোভের কাউন্টি গ্রাউন্ডে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে ওপেনার জুটি। দলীয় ৫৮ রানে সাজঘরে যায় তানজিদ হাসান। আরেক ওপেনার পারভেজ হোসাইন ইমন ও মাহমুদুল হাসান জয়ের জুটি রানের চাকা সচল রাখেন।

দলীয় ১২৩ রানে সাজঘরে যায় পারভেজ হোসাইন ইমন। সাজঘরে যাওয়ার আগে ৬৪ বল খেলে ৬০ রান করেন।

পারভেজ হোসাইন ইমনের পর মাহমুদুল হাসান একপাশ আগলে রাখলেও ভালো কোনও সঙ্গী পাননি। রানের খাতা না খুলেই একই পথে হাঁটেন তৌহিদ হৃদয়। শাহাদাত হোসেন ৬ রান করেন। আর অধিনায়ক আকবার আলী রানের খাতা খুলেই একই পথে হাঁটেন।

১৫৯ রানে ৫ উইকেটে হারিয়ে খেই হারায় লাল-সবুজরা। এরপর শামীম হোসেন দলের হাল ধরে রানের গতি বাড়াতে চান। কিন্তু বেশিক্ষণ উইকেটে থাকতে পারলেন না শামীমও। নিজের রানের খাতায় ৩২ রান যোগ করেই রান আউট হন।
এরপর আর কেউ দলের জন্য তেমন কিছু করতে পারেননি। আর শেষ বলে রান আউট হন মাহমুদুল হাসান জয়।

তবে এর আগে দলের জন্য ১৩৪ বল মোকাবেলা করে একটি ছক্কা ও নয়টি চার মেরে ১০৯ রান করেন জয়। মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে ভর করেই ২৬১ রান করে লাল-সবুজরা।

সই/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh