• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নাইট রাইডার্সে ফিরছেন ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ আগস্ট ২০১৯, ১৮:২৭
নাইট রাইডার্সে ফিরছেন ম্যাককালাম
ছবি- সংগৃহীত

সব ধরণের ক্রিকেট থেকে সদ্য বিদায় নিয়েছেন সাবেক কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। বিদায় নিয়েও বিশ্রামে থাকার উপায় নেই এই হার্ড-হিটারের। যোগ দিচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সে(কেকেআর)।

তবে খেলোয়াড় হিসেবে নয়, কোচ হিসেবে। ২০০৯ সালে কেকেআরকে নেতৃত্ব দেয়া ম্যাককালামকে দেখা যাবে আসন্ন মৌসুমে কেকেআরের ডাগ আউটে সহকারী কোচের ভূমিকায়। এছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনিবাগো নাইট রাইডার্সে দায়িত্ব পালন করবেন হেড কোচের।

ক্রিকেট ভিত্তিক সাইট ক্রিকইনফোর প্রতিবেদনে পাওয়া গেছে এমন খবর। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিকেট ছেড়ে কোচিং পেশাকেই বেচে নিচ্ছেন সাবেক কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তিনি তার কোচিং ক্যারিয়ার শুরু করবেন ত্রিনিবাগো নাইট রাইডার্সের প্রধান কোচ দিয়ে। এরপর দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচের ভূমিকায়।

---------------------------------------------------------------
আরো পড়ুন: প্রস্তাব পেয়েও ফিক্সিং করেননি আকমল
---------------------------------------------------------------

নিউজিল্যান্ডের হয়ে ১০১টি টেস্ট খেলেছেন ম্যাককালাম। রান করেছিলেন ৬ হাজার ৪৫৩। এছাড়া ২৬০ ওয়ানডেতে তার রান ৬ হাজার ৮৩।

কিউইদের সফল এই ব্যাটসম্যান বিশ্বজুড়ে পরিচিত ছিলেন মারকুটে ব্যাটসম্যান হিসেবে। তাই টি-টোয়েন্টি ক্রিকেটের এই যুগে কোচ হিসেবেও তার চাহিদা যে তুঙ্গে থাকবে সেটা বলার অপেক্ষা রাখে না।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh