• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

প্রস্তাব পেয়েও ফিক্সিং করেননি আকমল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ আগস্ট ২০১৯, ১৬:২২
প্রস্তাব পেয়েও ফিক্সিং করেননি আকমল
উমর আকমল

পাকিস্তান ক্রিকেট এবং ফিক্সিংয়ের দূরত্বটা যেখানে খুব কাছের, সেখানে অনন্য উইকেট-রক্ষক ব্যাটসম্যান উমর আকমল। জুয়াড়ির প্রস্তাব পেয়েও তাতে কান দেননি আকমল। এটা নিঃসন্দেহে দেশটির ক্রিকেটের উদাহরণ হয়ে থাকবে।

জাতীয় দলে নেই অনেকদিন ধরে। তার সুবাধে খেলছেন দেশে-বিদেশে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ। তেমনটা উমর আকমল খেলতে গেছেন কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ।

এই লিগে উইনিপেগ হকসের হয়ে খেলছেন আকমল। এই দলের একজন অফিসিয়াল হিসেবে রয়েছেন তারই স্বদেশী সাবেক ক্রিকেটার মনসুর আখতার। ১৯৮০ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত খেলেছিলেন পাকিস্তান জাতীয় দলের হয়ে ১৯টি টেস্ট ও ৪১টি ওয়ানডে।

এই মনসুরের কাছ থেকেই ফিক্সিংয়ের কু-প্রস্তাব পান উমর আকমল। তিনি ম্যাচ পাতানোর জন্য প্রস্তাব করেন বলে জানান আকমল।

---------------------------------------------------------------
আরো পড়ুন: দলবদলে ইংলিশ ক্লাবগুলোর লেনদেন ১৬,৯২০ কোটি টাকা
---------------------------------------------------------------

প্রস্তাব পেয়ে সেটি লুপে না নিয়ে বরং গ্লোবাল টি-টোয়েন্টি লিগ কমিটই ও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়ে দেন। আকমলের অভিযোগের পর লিগ আয়োজক কমিটই যথাযথ সিদ্ধান্ত নেবে বলে জানালেও পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে বলে দেয়া হয়েছে, তাদের এ নিয়ে কিছু করার নাই।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh