• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দলবদলে ইংলিশ ক্লাবগুলোর লেনদেন ১৬,৯২০ কোটি টাকা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ আগস্ট ২০১৯, ১৫:২৮
দলবদলে ইংলিশ ক্লাবের লেনদেন ১৬,৯২০ কোটি টাকা
ইংলিশ প্রিমিয়ার লিগ ট্রফি

২০১৯-২০ মওসুমের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগে ক্লাবগুলোর গ্রীষ্মকালীন দলবদলের শেষ তারিখ ছিল গতকাল ৯ আগস্ট। কথামত শেষ হয়ে গেছে খেলোয়াড় কেনা-বেচার সুযোগ। তবে ইউরোপের অন্যদেশগুলোতে বিশেষত লা লিগা, সিরি আ, লিগ ওয়ানে এখনো সুযোগ আছে দলবদলের।

নিজেদের পছন্দমত খেলোয়াড় কিনে দল গোছাতে তৎপর ছিল প্রতিটি ক্লাবই। বিশেষত শিরোপা প্রত্যাশী দলগুলো খরচের ক্ষেত্রে এগিয়ে। এবারের মওসুমে খেলোয়াড় কেনা-বেচায় ইংলিশ দলগুলো খরচ করেছে একশ’ ৪১ কোটি পাউন্ড! যা বাংলাদেশী টাকায় ১৬ হাজার ৯২০ কোটি!

তবে ২০১৭ সালকে অতিক্রম করতে পারেনি এ সংখ্যা। সে বছর একশ’ ৪৩ বিলিয়ন পাউন্ড বা ১৭ হাজার একশ’ ৬০ কোটি টাকা খরচ করেছিল ইংলিশ ক্লাবগুলো।

দলবদলের শেষ দিনে ক্লাবসমূহ খরচ করেছে ১৭ কোটি পাউন্ড। মাত্র ১৭ জন খেলোয়াড় কেনা-বেচা হয়েছে ডেড-লাইন দিন যা ২০০৯ সালের সঙ্গে যৌথভাবে সবচেয়ে কম।