• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হাতুরু ছাটাই, লঙ্কানদের অন্তর্বর্তীকালীন কোচ রত্নায়েকে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ আগস্ট ২০১৯, ১৪:০৮
NZ, SL, rtvonline
ছবি- সংগৃহীত

হাতুরুসিংহে যেন এক বিষাদের নাম। স্বেচ্ছায় বিদায় হওয়া আর জোর করে বরখাস্ত হবার ভেতর দিয়েই চলছে তার কোচিং ক্যারিয়ার। ২০১৭ সালে হঠাত করেই বাংলাদেশকে বিদায় বলে দেন এই লঙ্কান কোচ। দেশের ক্রিকেট বোর্ডের ডাকেই বিদায় বলেন বাংলাদেশ ক্রিকেটকে।

যোগ দেন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান কোচের পদে। শুরুটা ভালোই ছিল কিন্তু মাঝপথে এসে খেই হারিয়ে ফেলা চণ্ডিকা হাতুরু সিংহে শেষ পর্যন্ত অপমান হয়েই ছাড়লেন লঙ্কা ক্রিকেটের দায়িত্ব।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শাম্মি সিলভা হাতুরুর বরখাস্তের বিষয়টি পরিষ্কার না করলেও সেদেশের ক্রীড়া মন্ত্রী হারিন ফার্নেন্দো জোরালো ভাবে দেখছেন বিষয়টি। তাকে হারিন ফার্নান্দো সরাসরি জানিয়ে দেন, এখন পদত্যাগ করতে। এছাড়া হাতুরু সিংহেকে ছয় মাসের অগ্রিম বেতনও দিয়ে দেয়া হয়েছে।

এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে শ্রীলঙ্কার। প্রতিপক্ষ নিউজিল্যান্ডও চলে এসেছে শ্রীলঙ্কায়। তার আগে হাতুরুর বদলে অন্তর্বর্তীকালীন কোচও নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।শ্রীলঙ্কার নতুন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রুমেশ রত্নায়েকে নিয়োগ পেয়েছেন।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh