• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মেসি ভক্তদের জন্য আরেকটি দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ আগস্ট ২০১৯, ২০:০২
Lionel Messi
লিওনেল মেসি || ছবি- সংগৃহীত

সময়টা বেশ খারাপ যাচ্ছে বলা যায় লিওনেল মেসির জন্য। চলতি সপ্তাহেই তিন মাসের জন্য নিষিদ্ধের খবর পান মেসি। আর্জেন্টিনার হয়ে আগামী তিন মাস খেলতে পারবেন না কোনও ম্যাচ। এবার যোগ হলো ইনজুরি। নিষেধাজ্ঞার খবর মাথায় নিয়ে লম্বা ছুটি শেষে যোগ দিয়েছিলেন বার্সেলোনা শিবিরে। অনুশীলনে যোগ দিয়েই চোটে পড়েন তিনি।

বার্সেলোনার ক্যাম্পে প্রথম দিনের অনুশীলনের চোট পান মেসি। মেডিকেল রিপোর্ট থেকে জানা যায়, ডান পায়ের পেশিতে চিড় ধরেছে। যা গ্রেড ওয়ান ক্যাটাগরির চোট হিসেবে ধরা হচ্ছে। তাই দলের সঙ্গে যাওয়া হচ্ছে না যুক্তরাষ্ট্র সফরে।

আজ সোমবার যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল বার্সেলোনার। সেখানে দুটি ম্যাচ খেলার কথা ক্লাবটির। লা লিগা সিরি আ কাপ নামের এই টুর্নামেন্টে ইতালিয়ান ক্লাব নেপোলির বিপক্ষে খেলবে বার্সা।

তবে মেসি ঠিক কবে পুরোপুরি সেরে উঠবেন এবং খেলায় ফিরবেন সেটা নির্দিষ্ট করে জানায়নি ক্লাব কর্তৃপক্ষ।