• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রয়োজনে বিপিএলে খেলব না: রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ আগস্ট ২০১৯, ২২:০৪
প্রয়োজনে বিপিএলে খেলব না: রংপুর রাইডার্স
ছবি- সংগৃহীত

বিতর্ক ছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)! সেটা বোধহয় দুঃস্বপ্ন। বিপিএলের কোন আসরটা বিতর্কিত হয়নি? এই ঝামেলা নইলে ওই ঝামেলা। ঝামেলার শেষ নেই দেশের সবচেয়ে বড় এই টুর্নামেন্টে।

ষষ্ঠ আসরেও বিতর্ক কম হয়নি । সেসব বিতর্ক পেছনে ফেলে অপেক্ষা এবার সপ্তম আসরের। কিন্তু না। সপ্তম আসর শুরু হতে বাকি এখনও চার মাস। তার আগেই শুরু হয়ে গেছে বিতর্ক।

২০১২ সালে বিপিএলের শুরুর সময় বিপিএল বাইলজের নিয়ম অনুযায়ী বলা হয়েছিল ষষ্ঠ আসর পর্যন্ত এক নিয়মে চলবে বিপিএল। সপ্তম আসর থেকে শুরু হবে নতুন নিয়মে।

সেই নিয়মের তোয়াক্কা না করে বিপিএল শুরুর চার মাস আগে থেকেই ফ্র্যাঞ্চাইজিগুলো শুরু করে দিয়েছে খেলোয়াড় দলে ভেড়ানোর কাজ। শুরুতেই সাকিব আল হাসানকে দলে নিয়ে বিতর্কে রংপুর রাইডার্স। এছাড়া মুশফিকুর রহিমকে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।