• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

শিরোপা কি এবার ধরা দিবে মুশফিকের হাতে?

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ আগস্ট ২০১৯, ২০:০৪
শিরোপা কি এবার ধরা দিবে মুশফিককের হাতে?
ছবি- সংগৃহীত

বয়স বাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল), বয়স বাড়ছে মুশফিকুর রহিমেরও। ছয়টি আসর শেষ করে বিপিএল পা দিতে যাচ্ছে সপ্তম আসরে। চলতি বছরের ডিসেম্বরেই শুরু হবে বিপিএলের সপ্তম আসর।

গত ছয়টি আসরে খেলেছেন মুশফিকুর রহিমও। জাতীয় দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখানো মুশফিক বিপিএলেও জ্বলে ওঠেন দলের হয়ে। কিন্তু একটা জায়গায় আটকে রয়েছেন দেশ সেরা এই ব্যাটসম্যান। শিরোপা তার অধরাই থেকে গেল এখন পর্যন্ত।

গত ছয় আসরে মুশফিক বরিশাল বুলস, সিলেট সিক্সার্স, দুরন্ত রাজশাহী, রাজশাহী কিংস, চিটাগং ভাইকিংসের হয়ে খেলে ফেললেও স্বাদ পাননি শিরোপার।

এবারও দল পাল্টেছে এই উইকেট রক্ষক-ব্যাটসম্যানের। গত আসরে চিটাগং ভাইকিংসের হয়ে খেলা মুশফিককে এবার দলে নিয়েছে ষষ্ঠ আসরের চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ানস।

তবে কি এবার কুমিল্লার হয়ে শিরোপার স্বাদ নিতে পারবেন মুশফিক? শুক্রবার দলটির মালিক নাফিসা কামাল তার ফেসবুক ফ্যান পেজে নিশ্চিত করেন মুশফিককে দলে নেয়ার খবরটি।

২০১৫ সালে বিপিএলে যোগ দেয় কুমিল্লা ভিক্টোরিয়ানস। সেবার মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বাজিমাৎ করে কুমিল্লা। এরপর ষষ্ঠ আসরে অস্ট্রেলীয় সাবেক অধিনায়ক স্টিভ স্মিথের নেতৃত্বে বিপিএল শুরু করলেও চোটের কারণে শেষ পর্যন্ত খেলতে পারেননি তিনি। তবে ইমরুল কায়েসের নেতৃত্বে শিরোপা উদ্ধার করে দলটি।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বিপিএল না হলে আমাদের সংসার চালানো কষ্ট হয়ে যাবে’
X
Fresh