• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ওয়ার্নার দেখলেন ‘হলুদ কার্ড’, জবাব দিলেন স্মিথ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ আগস্ট ২০১৯, ২৩:৪৮
england-vs-australia
স্টিভ স্মিথ || ছবি-সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গেল বছরের মার্চে শীরিষ কাগজ বলে ঘষেই ফাঁসতে হয়েছিল স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন বেনক্রফ্টকে। অস্ট্রেলিয়ার তিন ব্যাটসম্যানের নিষেধাজ্ঞা উঠেছে আগেই। প্রায় দেড় বছর পর সাদা পোশাকে খেলতে নেমেছেন তিনজনই।

বৃহস্পতিবার পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জেতার পর প্রথমে ব্যাট করতে নামে অজিরা। চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বোলারদের তাণ্ডবে শুরুতেই বিদায় নেন বেনক্রফ্ট-ওয়ার্নার। যথাক্রমে ৮ ও ২ রান করে মাঠ ছাড়েন এই দুই ব্যাটসম্যান।

ওয়ার্নার যখন মাঠ ছাড়ছিলেন এজবাস্টনের গ্যালারিতে থাকা ইংলিশ সমর্থকরা তাকে ‘হলুদ কার্ড’ দেখান। ক্রিকেটে আবার হলুদ কার্ড কেন? এমন প্রশ্ন জাগতেই পারে! আসলে সেগুলো হলুদ রংয়ের শীরিষ কাগজ। বিশেষ ধরনের এই কাগজ দিয়ে বল ঘষে দক্ষিণ আফ্রিকায় নিষিদ্ধ হয়েছিলেন ওয়ার্নার, বেনক্রফ্ট ও স্মিথ। প্রথম দুইজন মাথা নত করে বিদায় নিলেও ইংলিশ বোলার ও সমর্থকদের জবাব ঠিকই দিয়েছেন স্মিথ।

অজিদের সাবেক এই অধিনায়ক তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ২৪তম শতক। শুধু তাই নয় ধুকতে থাকা দলের হালও ধরেছেন ডান-হাতি এই ব্যাটসম্যান।

১২২ রানে ৮ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে টেনে তুলেন ৩০ বছর বয়সী স্মিথ। পিটার সিডলের সঙ্গে নবম উইকেটে ৮৮ রানের জুটি গড়েন।

এর পর শেষ উইকেটে নাথান লায়নকে নিয়ে আরও ৭৪ রান যোগ করে দলকে সম্মানজনক সংগ্রহ এনে দেন। দলীয় ২৮৪ ও ব্যক্তিগত ১৪৪ রানে থামেন স্মিথ।

এদিকে অজি ব্যাটসম্যানদের মধ্যে উসমান খাজা ১৩, ট্রাভিস হেড ২৫, ম্যাথু ওয়েড ১, টিম পেইন ৫, জেমস প্যাটিনসন ০ ও পিটার সিডল ৪৪ করেন। শেষ পর্যন্ত নাথান লায়ন ১২ রানে অপরাজিত ছিলেন।

ইংলিশদের হয়ে ক্যারিয়ারে ১৭তমবারের মতো পাঁচ উইকেট তুলেন স্টুয়ার্ট ব্রড। এছাড়া ক্রিস ওয়কস তিনটি উইকেট শিকার করেন। বেন স্টোকস ও মঈন আলী ১টি করে উইকেট নেন।

ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া ২৮৪ অলআউট

৮০.৪ ওভার

স্টিভ স্মিথ ১৪৪ রান ২১৯ বল

স্টুয়ার্ট ব্রড ৮৬ রান ৫ উইকেট

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শীর্ষস্থান হারালেন মোস্তাফিজ
কোরআন পড়ে মুগ্ধ হয়ে যা জানালেন উইল স্মিথ
আইপিএলে ১২৭ সদস্যের বড় স্কোয়াড ঘোষণা, নতুন চমক স্মিথ ও ব্রড 
টাকার জন্য টি-টোয়েন্টি খেলছেন স্মিথ, দাবি জনসনের
X
Fresh