• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

তামিমকে বিশ্রামের পরামর্শ দিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ আগস্ট ২০১৯, ১৬:৫৪
তামিমকে বিশ্রামের পরামর্শ দিলেন সাকিব
ছবি- সংগৃহীত

বিশ্বকাপ থেকেই টানা ব্যর্থ তামিম ইকবাল। দেশ সেরা ওপেনার তামিম ইকবালের কাছে যেমনটা প্রত্যাশা ছিল দলের, সেই প্রত্যাশা পূরণে দারুণভাবে ব্যর্থ হয়েছিলেন তিনি। টুর্নামেন্টে মোট আট ম্যাচে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস সহ করেছিলেন ২৯.৩৭ গড়ে ২৩৫ রান। এরপরই তাকে নিয়ে উঠে প্রশ্ন।

বিশ্বকাপ শেষ হতে না হতেই শুরু হয়ে যায় শ্রীলঙ্কা সিরিজ। লঙ্কা সফরের জন্য অনুশীলনের শেষ মুহূর্তের চোটে পড়ায় দল থেকে ছিটকে যান মাশরাফি বিন মুর্তজা। ব্যক্তিগত কারণে ছুটিতে থাকায় এই সিরিজে খেলেননি সাকিবও।

তাই অধিনায়কত্বের দায়িত্বটা তামিমের কাঁধেই ওঠে। বিশ্বকাপের ব্যাটিং ব্যর্থতার চাপের সঙ্গে যোগ হয় নেতৃত্বের চাপও। শেষ পর্যন্ত দুই গুরু দায়িত্বের চাপে ভেঙে পড়েন তামিম। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে করেন মোট ২১ রান। দল হারে ৩-০ ব্যবধানে। হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরে বাংলাদেশ দল।

---------------------------------------------------------------
আরো পড়ুন: আমি আমাকেই হতাশ করেছি: তামিম
---------------------------------------------------------------