• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আমি আমাকেই হতাশ করেছি: তামিম

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ আগস্ট ২০১৯, ০৫:৪৪
বাংলাদেশ ক্রিকেট, তামিম ইকবাল
ছবি: সংগৃহীত

তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কার কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে।

প্রথম ম্যাচে ৯১ রানে এবং দ্বিতীয়টিতে ৭ উইকেটে হারে বাংলাদেশ। বুধবার মান বাঁচানোর লড়াইয়ে ১২২ রানের ব্যবধানে হেরেছে তারা।

এদিন প্রেমাদাসায় টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৪ রান তোলে শ্রীলঙ্কা। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৬ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে টাইগাররা।

পুরো সিরিজে মুশফিক ছাড়া কারও ব্যাটে ধারাবাহিকতা ছিল না। সবমিলিয়ে হোয়াইটওয়াশের ক্ষত নিয়েই দেশে ফিরতে হচ্ছে দলটিকে।

ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই জ্বলে উঠতে ব্যর্থ হয়েছে টাইগাররা। সামনে থেকে নেতৃত্ব দিতে দারুণভাবে ব্যর্থ হয়েছেন তামিম।

তাই শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর দলের ব্যর্থতার সব দায় নিজের কাঁধে নিয়েছেন টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক।

ম্যাচ শেষে তামিম বলেন, আমি এবং দলের অনেকেই দীর্ঘ সময় ধরে দেশের জন্য খেলছে। কিন্তু এখানে আমাদের পারফর্ম্যান্স হতাশার।

তিনি আরও বলেন, হতাশার ব্যাপার হলো দলের প্রয়োজনে আমরা কেউ দায়িত্ব নিতে পরিনি। এসব নিয়ে আমাদের ভালোভাবে ভাবতে হবে।

নিজের পরফর্ম্যান্সের বিষয়ে তামিম বলেন, আমি আমাকেই হতাশ করেছি। আমি চেষ্টা করেও ব্যর্থ। হয়তো আমার চেষ্টা যথেষ্ট ছিল না।

তিনি বলেন, এখানে আমাদের অনেক নেতিবাচক দিক আছে তবে এর শুরু হয়েছে আমাকে দিয়ে। আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে।

আরও পড়ুন

কে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ফোনালাপ ফাঁস’ নিয়ে লাইভে আসছেন তামিম
বাংলাদেশ ক্রিকেট দলকে ফখরুলের অভিনন্দন
অধিনায়ক হয়ে ফিরছেন তামিম
বাংলাদেশ ক্রিকেট নিয়ে নিজের লক্ষ্যের কথা জানালেন শান্ত
X
Fresh