• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এখনো রুগ্ন রিয়াল মাদ্রিদ!

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ জুলাই ২০১৯, ১২:৩৪
Pre-season, Real Madrid, Tottenham, Zinedin Zidane, Football
হারের বৃত্তে হতাশ রিয়াল মাদ্রিদ শিবির

প্রাক-মওসুমে আবার হারের মুখ দেখলো রিয়াল মাদ্রিদ। লস-ব্লাঙ্কোসদের এবারের প্রতিপক্ষ ইংলিশ ক্লাব টটেনহ্যাম। অডি কাপে স্প্যানিশ জায়ান্টদের ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে মাউরিশিও পচেত্তিনোর শিষ্যরা।

এটা নিয়ে প্রাক-মওসুমে টানা চার ম্যাচে জয়হীন রিয়াল মাদ্রিদ। যার মধ্যে তিনটি হার আর একটি ড্র। অডি কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অবশ্য জয়ে ফেরার সুযোগ পাচ্ছে লস-ব্লাঙ্কোসরা। খেলাটি সহজ প্রতিপক্ষ তুরস্কের ক্লাব ফেনারবাখের বিপক্ষে।

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় সেমিফাইনাল এ ম্যাচে এডেন হ্যাজার্ড ও লুকাস ভাসকুয়েজকে উইংয়ে দিয়ে করিম বেনজামাকে স্ট্রাইকার রেখে একাদশ সাজান জিনেদিন জিদান। রদ্রিগোর একাদশে থাকাটা অবাক করলেও খারাপ না।

গোলপোস্টের নীচে থিবো কোর্তোয়ার পরিবর্তে কেইলর নাভাসকে বেছে নেন জিজু। বেশ কিছু গোল বাঁচিয়ে আস্থার প্রতিদান দেন নাভাস। সেই সঙ্গে দলে এক নম্বর গোলরক্ষকের স্থান নিয়ে বিতর্ক উস্কে দিলেন কোস্টারিকান গোলরক্ষক।