• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বাতিল হচ্ছে সরফরাজের অধিনায়কত্ব

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ জুলাই ২০১৯, ১৩:৫১
Sarfaraz Ahmed
সরফরাজ আহমেদ || ছবি- সংগৃহীত

বিশ্বকাপ পরবর্তী পাকিস্তান দলকে ঢেলে সাজানোর নির্দেশ দেয়া হয়েছে দেশটির বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। গুঞ্জন রয়েছে টেস্ট ও ওয়ানডের জন্য আলাদা কোচও নিয়োগ দেয়ার সম্ভাবনা রয়েছে। এরই ধারাবাহিকতায় এবার নেতৃত্ব হারাতে চলেছেন সরফরাজ আহমেদ।

জিও টিভি জানাচ্ছে, অধিনায়ক হিসেবে টেস্টে অসফল সরফরাজ। আর তাই এই উইকেট-রক্ষক ব্যাটসম্যানকে ছাঁটাই করতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাদা পোশাকে ১৩ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে দলকে জেতাতে পেরেছেন মাত্র ৪টিতে। এ কারণে নতুন অধিনায়ক নিয়োগ দেয়ার কথা ভাবছে দেশটির সর্বোচ্চ ক্রিকেট সংস্থা।

পাকিস্তানের এই গণমাধ্যমটি আরও জানায়, কয়েক দিনের মধ্যে ক্রিকেট বোর্ডের বৈঠকে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

জিও টিভির মতে, সরফরাজের জায়গায় শান মাসুদকে অধিনায়ক করতে চলেছে পাকিস্তান। বাম-হাতি এই ব্যাটসম্যান দলের হয়ে ১৫ টেস্টে ৭৯৩ রান করেছেন। ২৯ বছর বয়সী মাসুদের ১টি শতক ও পাঁচটি অর্ধশতক রয়েছে।
-----------------------------------------------------------------
আরো পড়ুন: ইংলিশদের বিপক্ষে টাইগার যুবাদের দাপুটে জয়
-----------------------------------------------------------------

২০১৮ সালে সরফরাজের নেতৃত্বেই দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩-০তে ক্রিকেটের সবচেয়ে রাজকীয় ফরম্যাটের সিরিজ হেরেছে দলটি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে নতুন বোর্ড প্রধান পেল পাকিস্তান ক্রিকেট
X
Fresh