• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিসিবি থেকে ১০ লাখ টাকা চিকিৎসা খরচ পাচ্ছেন রুবেল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ জুলাই ২০১৯, ২২:০৫
বিসিবি থেকে ১০ লাখ টাকা চিকিৎসা খরচ পাচ্ছেন রুবেল
ছবি- সংগৃহীত

ব্রেন টিউমারে আক্রান্ত রুবেল হোসেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে সফল অস্ত্রোপচারের পর দেশে ফিরেছেন মাস কয়েক আগে। কিন্তু এখানেই শেষ নয়। একের পর এক থেরাপিতে তার খরচ হচ্ছে অনেক টাকা। যার ব্যয়ভার একা চালানো সম্ভব হচ্ছে না মোশাররফ হোসেন রুবেলের।

দেশের হয়ে ৬টি ওয়ানডে খেলা রুবেল আবারও ফিরতে চান ক্রিকেটে। তার জন্য এখনই থেমে যেতে চান না। সুস্থ হতে নিজের ফ্ল্যাটটাও বিক্রি করার কথাও জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

এরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আবারও সাহায্যের হাত বড়িয়ে দেয়া। অস্ত্রোপচারের সময়ও বিসিবি আর্থিক সহযোগিতা করেছিল।

শনিবার বোর্ড সভা শেষে বিসিবি প্রধান নাজমুল হাসান বলেন, রুবেলের জন্য বোর্ড থেকে আরও ১০ লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেনেছি, ওর শরীরের অবস্থা খুব বেশি ভালো নয়। আমরা তার পাশে আগেও দাঁড়িয়েছি, এবারও ওর সঙ্গে আছি।

শুধু মোশাররফ রুবেলই নন, সিনিয়র সাংবাদিক মাহবুব আলম বাবুকে ২ লাখ, সাবেক স্পিনার রামচাঁদ গোয়ালাকে ১০ লাখ এবং বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবিরের চিকিৎসার সব খরচ বহন করবে বিসিবি।

আরও পড়ুন

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh