• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইতিহাস গড়ল বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ জুলাই ২০১৯, ২০:১০
basundhara kings
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস || ছবি- বাফুফে

২২ ম্যাচ পয়েন্ট ৫৯ জয় ১৯টি, ২ ম্যাচে ড্র আর হার মাত্র একটিতে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ২ ম্যাচ হাতে রেখেই আজ চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। প্রথমাবরের মতো অভিষেকেই প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা নিজেদের করে নিলো কিংরা।

নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে ভারী বর্ষণের কারণে গত বুধবারের পরিত্যাক্ত ঘোষিত হয়। ম্যাচটি বৃহস্পতিবার চারটার দিকে মোহামেডানের কিক আউটের মধ্য দিয়ে শুরু হয়।

----------------------------------------------------------
আরো পড়ুন: বিদায়ী ম্যাচ দেখতে মালিঙ্গার আমন্ত্রণ
----------------------------------------------------------

খেলা শুরুর ৮মিনিটের মাথায় শুরু হয় হালকা বৃষ্টিপাত। এর মধ্যে চলতে থাকে খেলা। তবে মাঠ হয়ে পড়ে পিচ্ছিল। প্রথমার্ধে খেলা শুরুর ১৫ মিনিটের মাথায় মোহামেডানের টকলিস আহমেদের পাসে সুলায়মান ডায়াবেটস প্রথম গোল করেন। ৩৮মিনিটের মাথায় বসুন্ধরার ড্যানিয়েলের কর্নার শটে মার্কোস প্রথম গোলটি করে খেলায় সমতা ফিরিয়ে আনে।