• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আফগানদের বিপক্ষে টিকে রইল বাংলাদেশ ‘এ’ দল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জুলাই ২০১৯, ১৯:৫০
BANGLADESH A
আবু জায়েদ রাহী || ফাইল ছবি

জয়ে ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে স্বাগতিকরা। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৭ উইকেটে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইমরুল কায়েসের দল।

সিরিজে টানা দুই ম্যাচ জেতা আফগানদের ব্যাট করতে পাঠানো হয়। ব্যাট হাতে মাঠে নেমে যুবা টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে ৩০.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১২২ রান তোলে সফরকারীরা।

লাল-সবুজদের পক্ষে আবু জায়েদ রাহী ৪টি উইকেট তুলে নেন। অন্যদিকে মেহেদী হাসান ৩টি উইকেট শিকার করেন। এছাড়া আবু হায়দার রনি ও নাজমুল ইসলাম অপু একটি করে উইকেট আদায় করেন।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : বিশ্বকাপ জেতার দশম দিনেই এই অবস্থা!
---------------------------------------------------------------------

জবাবে ব্যাট করতে নেমে ফজলে মাহমুদ রাব্বির অপরাজিত হাফ সেঞ্চুরিতে তিন উইকেট হারিয়েই জয় তুলে নেয় বাংলাদেশ ‘এ’ দল।

৫৭ রান করা রাব্বির সঙ্গে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন ২১ রান করা আফিফ হোসেন দ্রুব।

এছাড়া ইমরুল কায়েস ২৩, জাকির হাসান ১২ রান ও মোহাম্মদ নাঈম করেন ২ রান।

ম্যাচ সেরা হন ৫.৪ ওভারে ২৮ রানে ৪ উইকেট নেয়া আবু জায়েদ রাহী।

আগামী ২৭ ও ২৯ জুলাই সাভারের বিকেএসপিতে বসবে সিরিজের বাকি দুটি ম্যাচ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh