• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

টেস্ট ক্রিকেটের জার্সিতে নাম ও নম্বর অ্যাশেজ থেকেই

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ জুলাই ২০১৯, ২০:০৩
ENG, AUS, rtvonline
ছবি- সংগৃহীত

সীমিত ওভারের ক্রিকেটের জার্সিতে নাম, নম্বরের প্রচলন অনেক আগ থেকেই। কিন্তু টেস্ট ক্রিকেটের জার্সিতে ব্যপারটা একেবারেই নতুন। এবার টেস্টের জার্সিতেও দেখা যাবে নাম আর নম্বর। আসন্ন অ্যাশেজ সিরিজ থেকেই শুরু হচ্ছে এই নতুন নিয়ম।

এই সিরিজে দেখা যাবে টেস্ট জার্সির পেছনে খেলোয়াড়ের নাম ও নম্বর। দীর্ঘ ১৪২ বছরের প্রথা ভেঙে চালু হতে যাওয়া এই নিয়মকে অনেকে দেখছেন ভালভাবে। যদিও কম নেই সমালোচনারও।

চলতি বছরের শুরু থেকেই এই ব্যপারে অনেক পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। ঘরোয়া ক্রিকেটেও বেশ কিছু ম্যাচে নাম, নম্বর লেখা সাদা জার্সিতে খেলা হয়েছে।

এ নিয়ে ইংল্যান্ড ক্রিকেট তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে টেস্ট অধিনায়ক জো রুটের ছবি প্রকাশ করেছে। যাতে দেখা যায়, সাদা জার্সিতে দেয়া নাম ও নম্বর।

টেস্টে এমন নিয়ম চালুর পেছনে একটাই কারণ, ক্রিকেটের এই সংস্করণের জনপ্রিয়তা বাড়াতেই আইসিসির এই সিদ্ধান্ত।

ক্রিকেটের আইন প্রণয়ন সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) এই প্রস্তাবটাই করেছিল।

আগামী ১ আগস্ট থেকে শুরু হবে অ্যাশেজ সিরিজ। এজবাস্টনে প্রথম টেস্ট থেকেই দুই দলের খেলোয়াড়দের জার্সির পেছনে নাম ও নম্বর লেখা শুরু হবে।

আরও পড়ুন

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh