• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিততে চাই: সাকিব (ভিডিও)

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র

  ২১ জুলাই ২০১৯, ১৬:৫০

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, কখনো যদি দলের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ হাতে নিতে পারেন, তাহলে সেটাই হবে নিজের জীবনের সেরা অর্জন। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন সদ্য সমাপ্ত হওয়া বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে ‍উজ্জ্বল এই পারফর্মার।

অনুষ্ঠানে শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলমের তত্ত্বাবধানে সাকিবের সঙ্গে কথোপকথন ও ছবি তোলা চলে রাত ১১টা পর্যন্ত। এসময় সাকিব সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

কিভাবে এত ভালো খেললেন এমন প্রশ্নের জবাবে- বিশ্ব সেরা অলরাউন্ডার হেসে বললেন, চেষ্টা করেছেন দেশের জন্য কিছু একটা করতে। ভবিষ্যতে অধিনায়ক হলে সেরা লক্ষ্য কী হবে? এমন প্রশ্নে বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্নের কথাই বললেন তিনি। সাকিব এবারের বিশ্বকাপে ব্যাট হাতে করেছেন ৬০৬ রান। বল হাতে নিয়েছেন ১১ উইকেট। এমন কীর্তি এর আগে কেউ গড়তে পারেননি বিশ্বকাপে। ছিলেন বিশ্বকাপের সেরা খেলোয়াড় হবার দৌড়ে।

কী ভেবেছিলেন বিষয়টি নিয়ে? এমন প্রশ্নে সাকিব বললেন, তিনি শেষ পর্যন্ত ভেবেছিলেন, হয়তো পুরস্কারটা পেয়ে যাবেন। তবে যেভাবে দলকে ফাইনালে তুলেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন, তাতে তাকে সেরা খেলোয়াড় করায় কোনও আক্ষেপ নেই বলে জানান সাকিব।