• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিততে চাই: সাকিব (ভিডিও)

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র

  ২১ জুলাই ২০১৯, ১৬:৫০

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, কখনো যদি দলের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ হাতে নিতে পারেন, তাহলে সেটাই হবে নিজের জীবনের সেরা অর্জন। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন সদ্য সমাপ্ত হওয়া বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে ‍উজ্জ্বল এই পারফর্মার।

অনুষ্ঠানে শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলমের তত্ত্বাবধানে সাকিবের সঙ্গে কথোপকথন ও ছবি তোলা চলে রাত ১১টা পর্যন্ত। এসময় সাকিব সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

কিভাবে এত ভালো খেললেন এমন প্রশ্নের জবাবে- বিশ্ব সেরা অলরাউন্ডার হেসে বললেন, চেষ্টা করেছেন দেশের জন্য কিছু একটা করতে। ভবিষ্যতে অধিনায়ক হলে সেরা লক্ষ্য কী হবে? এমন প্রশ্নে বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্নের কথাই বললেন তিনি। সাকিব এবারের বিশ্বকাপে ব্যাট হাতে করেছেন ৬০৬ রান। বল হাতে নিয়েছেন ১১ উইকেট। এমন কীর্তি এর আগে কেউ গড়তে পারেননি বিশ্বকাপে। ছিলেন বিশ্বকাপের সেরা খেলোয়াড় হবার দৌড়ে।

কী ভেবেছিলেন বিষয়টি নিয়ে? এমন প্রশ্নে সাকিব বললেন, তিনি শেষ পর্যন্ত ভেবেছিলেন, হয়তো পুরস্কারটা পেয়ে যাবেন। তবে যেভাবে দলকে ফাইনালে তুলেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন, তাতে তাকে সেরা খেলোয়াড় করায় কোনও আক্ষেপ নেই বলে জানান সাকিব।

এদিকে বিশ্বকাপের ফাইনালে যেভাবে শিরোপা নির্ধারিত হয়েছে- সেই পুরো বিষয়টিকে অদ্ভুত বলে উল্লেখ করেছেন সাকিব আল হাসান। আর হয়তো এমনটা দেখা যাবে না উল্লেখ করে সাকিব বলেন, অসাধারণ একটি ফাইনাল হয়েছে। তবে ফলাফল নির্ধারণের প্রক্রিয়া নিয়ে আইসিসিকে ভেবে দেখার আহ্বানও জানান তিনি।

অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজাকে নিয়েও প্রশ্ন করেন সাংবাদিকরা। উত্তরে টাইগার অধিনায়ককে প্রশংসায় ভাসালেন সাকিব। তিনি বলেন, মাশরাফি অনেক দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটকে। এছাড়া বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ, আসন্ন শ্রীলঙ্কা সফরসহ বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন সাকিব আল হাসান। উল্লেখ্য, রোববার ফ্লোরিডার ফোর্ট লডারডেলে একতারা নামের সংগঠনের আয়োজনে আরেকটি সুধী সমাবেশে অংশ নেয়ার কথা রয়েছে সাকিবের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ নেওয়াজ, মইনুল ইসলাম, ডা. ফেরদৌস খন্দকার, ডা. মাসুদ রহমান, ডা. বর্ণালী হাসান, মেহেদি হাসান, ইয়াকুব এ খান, ফরিদ আলম, ডা. চৌধুরী সাওয়ার হাসান, হাজি এনাম, আনোয়ার হোসেনসহ অনেকে। সাংবাদিক ও লেখক শামীম আল আমিনের সঞ্চালনায় গোটা অনুষ্ঠানটি হয়ে উঠেছিল প্রাণবন্ত। অনুষ্ঠানের শেষ পর্বে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী তনিমা হাদী।

এ/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কোহলি!
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত, বিমানের টিকিট পাচ্ছেন যারা 
বিশ্বকাপের ভাবনা থেকে বাদ পড়লেন যে দুই ওপেনার!
X
Fresh