• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশের বিপক্ষে অবসর, শ্রীলঙ্কা ছাড়ছেন মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ জুলাই ২০১৯, ২০:০৬
BAN, SL, rtvonline
লাসিথ মালিঙ্গা || ছবি- সংগৃহীত

মহেন্দ্র সিং ধোনি, ক্রিস গেইলদের মতো এবারের বিশ্বকাপকে আগেই বিদায় জানিয়েছেন লাসিথ মালিঙ্গা। গুঞ্জন ছিল বিশ্বকাপের ম্যাচ দিয়েই অবসরের ঘোষণা দিতে চলেছেন শ্রীলঙ্কান ক্রিকেট গ্রেট। যদিও ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন ডান-হাতি এই পেসার। অবসরের পর পরিবার নিয়ে পাড়ি জমাচ্ছেন অস্ট্রেলিয়ায়।

লঙ্কান গণমাধ্যম আইল্যান্ড ক্রিকেট এমনটাই জানাচ্ছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, এরইমধ্যে অস্ট্রেলিয়ায় বসবাসের অনুমতি (পিআর) পেয়েছেন ৩৭ বছর বয়সী মালিঙ্গা।

ক্রিকেট বিষয়ক গণমাধ্যমটি আরও জানায়, বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই জাতীয় দলকে ‘গুড বাই’ বলে দেবেন তিনি।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তার বরাতে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ার একটি দলের কোচের ভূমিকায় দেখা যেতে পারে মালিঙ্গাকে।