• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

সাত ক্রিকেটার নিয়ে ঢাকা ছাড়ল বাংলাদেশ দল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ জুলাই ২০১৯, ১২:৪৫
BAN, SL, rtvonline
বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল || ছবি- সংগৃহীত

শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শনিবার কলম্বোর উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দলের প্রথম বহর। দুপুর পৌনে একটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ছেড়ে যায়।

পরিবার নিয়ে ছুটি কাটাচ্ছেন সাকিব আল হাসান। বিয়ের কারণে আগে থেকেই ছুটিতে রয়েছেন লিটন দাস। এদিকে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ছিটকে গেছেন মাশরাফি বিন মুর্তজা অন্যদিকে পিঠের চোটের কারণে খেলা হচ্ছে না মোহাম্মদ সাইফউদ্দিনের। মূল একাদশের চারজনকে ছাড়াই শ্রীলঙ্কা সফর করছে বাংলাদেশ দল।

শনিবার দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত ঢাকা ছেড়েছেন।

রোববার যাবেন পেসার রুবেল হোসেন। সাব্বির রহমান, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন ও ফরহাদ রেজা যাচ্ছেন সোমবার।

এদিকে তাসকিন ও তাইজুল যাবেন সরাসরি ভারত থেকে। সেখানে মিনি রঞ্জি ট্রফি খেলছেন তারা।

আগামী ২৬ জুলাই সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এরপর ২৮ ও ৩১ জুলাই বসবে বাকি ম্যাচগুলো। সিরিজের সব ম্যাচই বসবে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই হবে দিবারাত্রির।

বাংলাদেশ দল

তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, ফরহাদ রেজা, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম ও তাসকিন রহমান।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh