• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শ্রীলঙ্কায় অতীত রেকর্ড ভালো, এবারও ভালো হবে: তামিম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ জুলাই ২০১৯, ১১:১৬
তামিম ইকবাল
তামিম ইকবাল ।। ফাইল ছবি

তিনটি ওয়ানডে খেলতে আজ শনিবার শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। দুপুর পৌনে একটায় শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়াবে তারা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, বিশ্বকাপের পর সিরিজটা গুরুত্বপূর্ণ, বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার ইনজুরিতে পড়ায় কাজটা কঠিন হবে, তবে শ্রীলঙ্কায় আমাদের অতীত রেকর্ড বেশ ভালো, আশা করি এবারও ভালো হবে।

তিনি বলেন, সিনিয়র ক্রিকেটাররা অনেকেই নেই। এটি মেনে নিয়েই খেলতে হবে। যারা দলে আছে এটা তাদের জন্য অনেক বড় সুযোগ।

অধিনায়ক বলেন, এমন পরিস্থিতিতে আগেও অধিনায়কত্ব করেছি। বোর্ড যে দায়িত্ব দিয়েছে কা ভালোভাবে পালন করবো।

এই সফরে নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা খেলছেন না। আগের দিন বিকেলে সফর পূর্ববর্তী সংবাদ সম্মেলনের পর সন্ধ্যায় বোলিং অনুশীলনে হাত হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে সফর থেকে ছিটকে যান মাশরাফি।

এদিকে ছুটি চাওয়ায় দলে নেই সহ-অধিনায়ক সাকিব আল হাসানও। মাশরাফির বদলি হিসেবে দলে নেয়া হয়েছে ফরহাদ রেজাকে। মোহাম্মদ সাইফউদ্দিনও চোট নিয়ে শেষ মুহূর্তে ছিটকে পড়েন, তার জায়গায় শ্রীলঙ্কা যাচ্ছেন পেসার তাসকিন আহমেদ।

আগামী ২৬ জুলাই প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ২৯ ও ৩১ জুলাই হবে বাকি দুই ম্যাচ। খেলাগুলো হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
‘ফোনালাপ ফাঁস’ নিয়ে লাইভে আসছেন তামিম
অধিনায়ক হয়ে ফিরছেন তামিম
এবার তামিমের স্ত্রী আয়েশার আবেগঘন পোস্ট
X
Fresh