• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নির্বাচকের দায়িত্ব ছাড়লেন ইনজামাম

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ জুলাই ২০১৯, ১৮:১২
Pakistan, PCB, rtvonline
ছবি- সংগৃহীত

সেমি-ফাইনালে উঠতে উঠতে উঠা হয়নি পাকিস্তানের। পাঁচ নম্বরে থেকেই বিশ্বকাপ শেষ করতে হয়েছে ’৯৬ বিশ্বকাপ জয়ীদের। এরপর দেশটির ক্রিকেট বোর্ডে রদ বদলের আভাস। এরইমধ্যে দলের প্রধান কোচ মিকি আর্থারকে জানিয়ে দেয়া হয়েছে বিদায়।

এরপর আজ বৃহস্পতিবার নিজ থেকেই সরে দাঁড়ানোর কথা জানিয়ে দেন পাকিস্তান দলের প্রধান নির্বাচক ইনজামাম উল হক। আগামী ৩০ জুলাইয়ের পর ক্রিকেট বোর্ডের দেয়া দায়িত্বে না থাকার সিদ্ধান্ত পাকা করেছেন সাবেক এই অধিনায়ক।

এ নিয়ে ইনজামাম বলেন, দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর এটাই সঠিক সময় মনে করছি আমি। দল বিশ্বকাপ শেষ করে দেশে ফেরার পরই পিসিবিকে আমার সিদ্ধান্তের কথা জানিয়েছি। পাকিস্তান দলের জন্য কাজ করতে পেরে আমি আনন্দিত। চাচ্ছি, আমার জায়গায় নতুন কেউ সুযোগ পাক। তাতে দল নতুন কিছু পাবে।

গত ২০১৬ সালে ইনজামাম উল হককে জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবিকে কৃতজ্ঞতা জানিয়ে জানিয়ে ইনজামাম আরও বলেন, আমার উপর গত কয়েক বছর ধরে আস্থা রাখায় বোর্ডের প্রতি আমি কৃতজ্ঞ। দলের সকলকে অনেক ধন্যবাদ। তারা আমার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে।

তবে ইনজামাম আগ্রহের কথাও জানান বোর্ডের হয়ে কাজ করতে। নতুন কোনও দায়িত্ব পেলে ভেবেও দেখবেন বলে জানান।

'বোর্ড যদি আমাকে অন্য কোনও দায়িত্ব দিতে চায় সেক্ষেত্রে আমি ভেবে দেখব। কেন না, ক্রিকেটই আমার রুটি-রুজি।'

এমআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে নতুন বোর্ড প্রধান পেল পাকিস্তান ক্রিকেট
X
Fresh